কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে সাগর সভাপতি ডাবলু সেক্রেটারি 110 0
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে সাগর সভাপতি ডাবলু সেক্রেটারি
কুষ্টিয়া থেকে ওয়াহিদুজ্জামান অর্কঃ
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ অক্টোবর ২০২১) সকাল সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া প্রেসক্লাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৩ টাই শেষ হয়। উক্ত নির্বাচনে গাজী মাহাবুব-ডাবলু ও আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদ অংশগ্রহণ করেন।
বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সভাপতি আল-মামুন সাগর (৫৬ ভোট), সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু (৫৫ ভোট), সহ-সভাপতি নূরুন্নবী বাবু (৫৫ ভোট), ডাঃ গোলাম মাওলা (৫২ ভোট), আবু মনি জুবায়ের রিপন (৫৭ ভোট), পি,এমন, সিরাজুল ইসলাম (৫৩ ভোট), কোষাধ্যক্ষ এম, লিটন উজ-জামান (৫৮ ভোট), দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস (৫৮ ভোট), প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান (৫৩ ভোট), ক্রীয়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন (৫৪ ভোট), নির্বাহী সদস্য আব্দুর রশিদ চৌধুরী (৬৪ ভোট), জহুরুল ইসলাম (৫৯ ভোট), আব্দুর রাজ্জাক বাচ্চু (৫৯ ভোট), চৌধুরী মুরশেদ আলম মধু (৫৫ ভোট), হাসান আলী (৫৩ ভোট), আহসান আলী বিশ্বাস (৫১ ভোট), ইব্রাহীম হোসেন মিরাজ (৫১ ভোট), দেলোয়ার মানিক (৫১ ভোট) ও সামসুন্নাহার কথা (৫০ ভোট)।